ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

চাঁদে যাচ্ছেন পার্থ বড়ুয়া!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, আগস্ট ৫, ২০১৬
চাঁদে যাচ্ছেন পার্থ বড়ুয়া!

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জনসন স্পেস সেন্টারে গেলেন বাংলাদেশের সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। সেখানে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি রসিকতার সুরে লিখেছেন, ‘রকেট জোগাড় হয়েছে।

চাঁদে যাই। এর গতি ঘণ্টায় ছয় হাজার কিলোমিটার। ’ 

হাউস্টনের এই স্পেস সেন্টারে মহাকাশে যাওয়ার প্রশিক্ষণ, গবেষণা ও উড্ডয়ন নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়। দর্শনীর বিনিময়ে এখানটা ঘুরে দেখতে পারেন সাধারণ মানুষ। পার্থও গিয়েছিলেন ঘুরতে। শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে তিনি ফেসবুক পেজে এ তথ্য জানান।  

পাঁচটি কনসার্টে অংশ নিতে আমেরিকায় গিয়েছেন পার্থ। তার সঙ্গে আরও আছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। গত মাসের শেষের দিকে আমেরিকান অনলাইন শপ উৎসব ডটকম-এর আয়োজনে প্রবাসী বাঙালিদের উৎসবে সংগীত পরিবেশন করেন তারা।  

সপ্তাহজুড়ে আমেরিকার পাঁচটি অঙ্গরাজ্যের পাঁচটি মঞ্চে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের তিন জনপ্রিয় শিল্পী। শুক্রবার (৫ আগস্ট) হিউস্টন এবং আগামী ৭ আগস্ট তারা গাইবেন অস্টিনে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।