বাংলাদেশ জাতীয় জাদুঘরে গত রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত রবীন্দ্র-সন্ধ্যায় বেশকিছু অপ্রচলিত গান গেয়ে ঢাকাবাসীর মন জয় করেন ওপার বাংলার শিল্পী সুস্মিতা পাত্র। বাংলাদেশের আতিথ্যে ও আয়োজনে আপ্লুত হয়ে তখনই একটি অ্যালবামের পরিকল্পনা করেন তিনি।
বাইশে শ্রাবণকে সামনে রেখে বাংলাদেশ রবীন্দ্র একাডেমির সৌজন্যে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড প্রকাশিত হলো সুস্মিতার রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘হৃদিমাঝারে’। এর আগে বিভিন্ন সময়ে ওপার বাংলায় তিনটি রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম বের হলেও এটি বাংলাদেশে তার প্রকাশিত প্রথম অ্যালবাম।
কবিগুরুর আটটি টপ্পা অঙ্গের গান নিয়ে সাজানো হয়েছে ‘হৃদিমাঝারে’। এতে স্থান পেয়েছে ‘আজ যেমন করে গাইছো’, ‘কিছুই তো হলো না’, ‘বড় বিস্ময় লাগে’, ‘কখন যে বসন্ত গেলো’, ‘এ কি করুণা করুণাময়’, ‘কোথা যে উধাও হলো’, ‘আজি যে রজনী যায়’ এবং ‘বন্ধু রহো রহো সাথে। ’ সুস্মিতাকে সঙ্গত করেছেন ওপার বাংলার প্রখ্যাত এস্রাজবাদক শ্রী সৌগত দাস ও বংশীবাদক শ্রী সুশান্ত নন্দী।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএইচ