ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

লুলিয়ার স্কেচটি সালমানের আঁকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, আগস্ট ৬, ২০১৬
লুলিয়ার স্কেচটি সালমানের আঁকা?

কে না জানে, বলিউড সুপারস্টার সালমান খান শুধু চমৎকার অভিনেতাই নন, পাশাপাশি তিনি খুবই ভালো চিত্রশিল্পী। এবার প্রেমিকা লুলিয়া ভানটুরের প্রতিকৃতি স্কেচ করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

এটা দেখতেও দারুণ।

সল্লুর আঁকা স্কেচটি এরই মধ্যে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এটি কে তৈরি করেছেন তা এখনও সাসপেন্স হয়েই আছে। আশা করা হচ্ছে সেটা ‘সুলতান’ তারকারই অাঁকা।

প্রেমিকের এই কাজে আপ্লুত লুলিয়া ইনস্টাগ্রামে স্কেচটি শেয়ার করেছেন। তবে ছবিটি সালমানই এঁকেছেন কি-না জানাননি রোমানিয়ান এই সুন্দরী। উল্টো অঙ্কনশিল্পীকে অচেনা বলে উল্লেখ করলেন!

শোনা যাচ্ছে, চলতি বছরের শেষপ্রান্তে লুলিয়াকে বিয়ে করবেন সালমান। খান পরিবারেরও পছন্দ এই তরুণীকে। বেশকিছু অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। যদিও বিদেশিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে জনসম্মুখে মুখ খোলেননি সালমান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।