এফডিসির ঝরণা স্পটের কাছাকাছি যেতেই চোখে পড়লো একটি লোকাল বাস! অন্যান্য লোকাল বাসের চেয়ে এটি একটু ভিন্ন। এর গায়ে নানান রঙের আঁকিবুকি।
শনিবার (৬ আগস্ট) সকালে এখানে নির্মাতা তানিম রহমান অংশুকে দেখে এগিয়ে যেতে তিনি বাংলানিউজকে জানালেন, শুক্রবার বাসটিতে আল্পনা করা হয়েছে। এটি রঙে সাজিয়েছেন চারুকলার ছাত্রী মম।
এফডিসির এই বাসটিকে নতুনভাবে সাজানো হয়েছে একটি মিউজিক ভিডিওর জন্য। এখানেই ওটারই চিত্রায়ন হবে এখন। গানের শিরোনাম ‘লোকাল বাস’। তাই এই আয়োজন। ঝরণা স্পটের কাছাকাছি জায়গাটা যেন হয়ে উঠেছে বাস স্টপেজ। এই জায়গায় বাস থামার জন্য রাখা আছে ‘বাস স্টপ’ লেখা স্ট্যান্ড। বানানো হয়েছে কৃত্রিম যাত্রী ছাউনি। সেখানে বসে আছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। গানটি তিনিই গেয়েছেন।
কিছুক্ষণের মধ্যে বাজতে শুরু করলো, ‘বন্ধু কই লোকাল বাস’। এর কথা লিখেছেন গোলাম রাব্বানী, সুর করেছেন লুৎফর হাসান ও প্রীতম হাসান। সংগীতায়োজনে প্রীতম হাসান। ভিডিওটি তৈরি হচ্ছে গানচিলের ব্যানারে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএমএস/জেএইচ