ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

কারিশমার সঙ্গে রণবীরের সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, আগস্ট ৬, ২০১৬
কারিশমার সঙ্গে রণবীরের সেলফি রণবীর সিং ও কারিশমা কাপুর

মুম্বাই বিমানবন্দরে এক সময়ের অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে দেখা হয়ে গেলো বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। অতঃপর দু’জনে একসঙ্গে সেলফি তোলেন।

এ সময় কারিশমার পরেছিলেন ক্যাজুয়াল পোশাক, ঠোঁট রাঙা ছিলো লাল লিপস্টিকে। আর রণবীর ছিলেন চামড়ার কালো জ্যাকেটে, চোখে রেখেছিলেন কালো চশমা।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘বেফিকরে’র কাজ নিয়ে ব্যস্ত ‘বাজিরাও মাস্তানি’ তারকা রণবীর। এ ছাড়া সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ আছে তার হাতে।

এদিকে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান সামায়রা ও কিয়ানকে নিয়ে ব্যস্ত ৪২ বছর বয়সী কারিশমা। সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে দেখা গেছে তাকে। সহসা বড় পর্দায় ফেরার পরিকল্পনা নেই তার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।