ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উত্তরায় শুটিংবাড়িতে নতুন নিয়ম হওয়ায় চিন্তিত নির্মাতারা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
উত্তরায় শুটিংবাড়িতে নতুন নিয়ম হওয়ায় চিন্তিত নির্মাতারা

ছোট পর্দায় যেসব নাটক ও টেলিছবি দর্শক দেখে, সেসবের বেশিরভাগের চিত্রায়ন হয় ঢাকার উত্তরার বিভিন্ন শুটিংবাড়িতে। এগুলোতে সকাল অনেক রাত অবধি কাজ করেন নির্মাতা ও কলাকুশলীরা।

কিন্তু উত্তরা সেক্টর কল্যাণ সমিতি, রাজউক প্রশাসনের নতুন সিদ্ধান্ত তাদের কপালে ভাঁজ ফেলেছে।  

নতুন নিয়ম অনুযায়ী, ১ আগস্ট থেকে ঢাকার উত্তরায় কোনো শুটিংবাড়িতে সকাল ৮টা থেকে রাত ১১টার পরে ইনডোরে শুটিং করা যাচ্ছে না। রাস্তাঘাট ও বাড়ির ছাদে রাত ১০টার পরেও শুটিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

শুটিং হাউজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাটক-টেলিছবিসহ সব ধরনের নির্মাণে সাতটি বিধিনিষেধ দেওয়া হয়েছে। এগুলো হলো- রাত ১১টার পরে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। শুটিং ইউনিটের সদস্য সংখ্যা কতোজন তাদের নামের তালিকা হাউজ কর্তৃপক্ষের লেজারে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তীতে সদস্য সংখ্যা বাড়লে তা হাউজ কর্তৃপক্ষকে জানিয়ে নাম লিপিবদ্ধ করতে হবে। সন্দেহমূলক ব্যাগ, লাগেজ, ভারি বাক্স কর্তৃপক্ষ চাইলে তল্লাশি করে দেখা হতে পারে।  

অন্যান্য বিধিনিষেধের মধ্যে রয়েছে- অপরিচিত লোকজনকে অবশ্যই ইউনিটের পরিচিত ছাড়া প্রবেশ করতে দেওয়া যাবে না। হাউজ বুকিংয়ের জন্য সশরীরে এসে বুকিং মানি দিয়ে বুকিং নিশ্চিত করতে হবে। শুটিং শেষে স্টুডিওতে ইউনিটের কেউ অবস্থান করতে পারবে না।

এদিকে এসব নিয়মকানুনের মধ্যে রাত ১১টার পরে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কথা উল্লেখ থাকায় দুশ্চিন্তায় আছেন নির্মাতারা। তাদের মতে, অনেক ক্ষেত্রে দুপুর বা বিকেলের আগে কাজ শুরু করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে অনেক রাত পর্যন্ত কাজ চালিয়ে পুষিয়ে নিতে হয়। কিন্তু এমন নিয়ম বজায় থাকলে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে বলে বেশ কয়েকজন নির্মাতা মন্তব্য করেছেন বাংলানিউজের কাছে। নতুন গড়ে ওঠা টেলিভিশন ডিরেক্টরস ফোরামের সদস্যরা এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।