ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

কাঞ্চনের মেয়ের বিয়েতে তার তিন নায়িকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, আগস্ট ৮, ২০১৬
কাঞ্চনের মেয়ের বিয়েতে তার তিন নায়িকা বাঁ থেকে চম্পা, রোজিনা ও অঞ্জনা

অঞ্জনা, রোজিনা ও চম্পা দেশীয় চলচ্চিত্রে আশি ও নব্বই দশক শাসন করেছেন রানীর মতো! তিনজনকে বেশকিছু ছবিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে। এ তালিকায় আছে ‘অচেনা’, ‘রাধা কৃষ্ণ’, ‘ত্যাগ’, ‘পরিণীতা’সহ অনেক ছবি।

 

বড় পর্দার এই চার তারকার পুনর্মিলন হলো অনেক বছর পর। কাঞ্চন কন্যা অনির বিয়েতে উপস্থিত ছিলেন তার এই তিন নায়িকা। গত ৪ আগস্ট ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  

জানা গেছে, কাঞ্চনসহ তিন অভিনেত্রীর মধ্যে মাঝে মধ্যে যোগাযোগ হয়। তবে সবাই মিলে  এমন একটি অনুষ্ঠান উপভোগ করেছেন অনেকদিন পর।
এ প্রসঙ্গে অভিনেত্রী অঞ্জনা বাংলানিউজকে বলেন, ‘দেখতে দেখতে সময় কি করে চলে যায়! অনেকদিন পর আমরা একসঙ্গে আড্ডা দিলাম। আগে যেমন ছবির শুটিংয়ে খুনসুটি করে মজা করতাম, কালও এমন হলো।   পুরনো অনেক স্মৃতি হাতড়ে গল্প করেছি সবাই। ’

বিয়ের অনুষ্ঠানটি অায়োজন করা হয় দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠদের জন্য। এখানে তিন অভিনেত্রী ছাড়া বিনোদন অঙ্গনের তেমন কেউ ছিলো না।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।