বলিউডে ক্রিকেট, হকি, ফুটবল, কুস্তি নিয়ে একাধিক ছবি হলেও এই প্রথম তৈরি হলো গলফ নিয়ে চলচ্চিত্র। সুপারস্টার সালমান খানের প্রযোজনা ও তার ছোট ভাই সোহেল খানের পরিচালনায় এর নাম ‘ফ্রিকি আলি’।
এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। এক গলির ক্রিকেটার থেকে আলির নামী গলফার হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এতে। গলফ যে শুধু তথাকথিত বড়লোকদের খেলা নয়, সেটাই নিজের অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছেন নওয়াজুদ্দিন। সঙ্গে রয়েছে হাস্যরসের খোরাক।
গত ৬ আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘ফ্রিকি আলি’র পোস্টার প্রকাশ করেন সালমান। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয় ট্রেলার। এটি দেখে অনেকের অভিমত, নওয়াজের অনবদ্য অভিনয়ের ধারা এবারও অব্যাহত থাকবে। ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ ও এ বছর ‘রমণ রাঘব ২.০’ ছবিতে দারুণ অভিনয়ে ভক্ত-সমালোচকদের মুগ্ধ করেছেন তিনি।
টুইটারে সল্লু লিখেছেন, ‘খামখেয়ালি নওয়াজ, বড়লোকের খেলার দরিদ্র মানুষ, যে একসময় হয়ে ওঠে গেম চেঞ্জার। এটি একেবারেই অন্যরকম ছবি। হঠাৎ দুর্ঘটনায় ক্রিকেট ছাড়তে হয় তাকে। এরপর তিনি সুযোগের সদ্ব্যবহার ঘটিয়ে হয়ে যান গলফার। ’
‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও নওয়াজ। সহশিল্পী সম্পর্কে ‘দাবাং’ তারকা বলেন, সেই ‘কিক’ থেকে আমাদের মধ্যে ভালো সম্পর্ক। ছবির বিষয়বস্তুর দিক দিয়ে মনে হচ্ছে, ধীরে ধীরে সে সালমান আর আমি নওয়াজ হয়ে যাচ্ছি!’
‘ফ্রিকি আলি’র দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে ৩৮ দিনে। প্রতিদিন খুব সকালে কাজ শুরু করতেন তিনি। সেটে সর্বক্ষণ থাকতো গলফ বিশেষজ্ঞ। কারণ এই খেলা বেশ জটিল। এতে আরও অভিনয় করেছেন আরবাজ খান, অ্যামি জ্যাকসন, জ্যাস অরোরা, সীমা বিশ্বাস, নিক্তিন ধীর, আসিফ বাসরা। ‘ফ্রিকি আলি’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।
* ‘ফ্রিকি আলি’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেএইচ