ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

বলিউডবাসী ‘রুস্তম’কে বেছে নেওয়ায় হৃতিকের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, আগস্ট ৮, ২০১৬
বলিউডবাসী ‘রুস্তম’কে বেছে নেওয়ায় হৃতিকের প্রতিক্রিয়া

বলিউডের গ্রিক দেবতাতুল্য অভিনেতা হৃতিক রোশন এখন ‘মহেঞ্জোদারো’র প্রচারণা নিয়ে ব্যস্ত। এটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট।

একই দিন বক্স অফিসে মুখোমুখি হবে অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’। এ ছবিটিকেই বলিউডের বেশিরভাগ শিল্পী সমর্থন জানাচ্ছে। এ নিয়ে মুখ খ‍ুললেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

এ প্রসঙ্গে ৪২ বছর বয়সী হৃতিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা ভালো ব্যাপার। এটা একটা সম্মিলন। কারও সমর্থন দরকার হলে আমরা তাকে অবশ্যই তার পাশে দাঁড়াবো। ’

সালমান খান, রণবীর সিং ও সোনম কাপুরসহ একদল তারকা ‘রুস্তম’-এর পক্ষে কথা বলেছেন, প্রচারণা চালিয়েছেন। তবে এটি ও ‘মহেঞ্জোদারো’র বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা।

‘রুস্তম’ হলো নৌবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর প্রেমিককে খুনের সত্যি মামলাকে ঘিরে। এতে অক্ষয়ের বিপরীতে আছেন ইলিয়েনা ডি’ক্রুজ।

অন্যদিকে আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’র মাধ্যমে হৃতিকের হাত ধরে বলিউডে পথচলা শুরু করছেন দক্ষিণী নায়িকা পূজা গেজ। তাদের ছবির প্রেক্ষাপট  সিন্ধু সভ্যতার শহর মহেঞ্জোদারো।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।