ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

সকালে গাইবেন রফিকুল আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, আগস্ট ৮, ২০১৬
সকালে গাইবেন রফিকুল আলম রফিকুল আলম

কালজয়ী বেশকিছু গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী রফিকুল আলম। শ্রোতাপ্রিয় তেমনই কিছু গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি।

একটি টিভি অনুষ্ঠানে কথা বলার ফাঁকে ফাঁকে তার কণ্ঠে শোনা যাবে গান।  

এগুলো হলো ‘বৈশাখী মেঘের কাছে’, ‘তুমি আমার প্রাণরে বন্ধু’, ‘এক হৃদয়হীনার কাছে’, ‘আশা ছিলো মনে মনে’। ‘আজ সকালের গান’ অনুষ্ঠানটি এটিএন বাংলার পর্দায় প্রচার হবে মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে।  

সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ‘আজ সকালের গান’। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, উচ্চাঙ্গসংগীত, আধুনিকসহ নানারকম গান নিয়ে সাজানো হয়ে থাকে এর পর্বগুলো।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।