ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

‘অচিন পাখি’ ও আদিবাসী গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, আগস্ট ১০, ২০১৬
‘অচিন পাখি’ ও আদিবাসী গান ’অচিন পাখি’ ও ‘কালো জলে কু্চলা তলে’ গানের পোস্টারের অংশ

‘যারে উড়ে যা অচিন পাখি/আর কীভাবে তোরে বান্ধিয়া রাখি...’- এমন কথার গানটি গেয়েছেন প্রতীক হাসান ও নবীন শিল্পী শারমীন দিপু। সম্প্রতি প্রকাশিত হলো এর মিউজিক ভিডিও।

এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

শারমীন দিপু জানান, ভালোবাসা দিবসে ঈগল মিউজিক থেকে বাজারে আসে তার একক অ্যালবাম ‘কাব্য’। এটারই গান ‘অচিন পাখি’।  

অন্যদিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস (৯ আগস্ট) উপলক্ষে একই প্রযোজনা প্রতিষ্ঠান বের করেছে সিঙ্গেল ট্র্যাক ‘কালো জলে কু্চলা তলে’ শিরোনামে সাঁওতালি গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন মার্সেল।  

জিপি মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা উপভোগ করতে পারছেন ‘কালো জলে কু্চলা তলে’। পাশাপাশি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলেও রয়েছে এটি।  

* ‘অচিন পাখি’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।