ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

সালমানের চীনা নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, আগস্ট ১০, ২০১৬
সালমানের চীনা নায়িকা সালমান খান ও চু চু

কাশ্মিরের লাদাখে কয়েকদিন আগে ‘টিউবলাইট’ ছবির চিত্রায়ন শুরু করেছেন পরিচালক কবির খান। এতে সুপারস্টার সালমান খানের সঙ্গে কে জুটি বাঁধবেন তা নিয়ে চলছিলো জল্পনা।

অবশেষে প্রকাশ্যে এলো তার নাম।

চীনা অভিনেত্রী চু চু ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন। গত ৩ আগস্ট মুম্বাইয়ে এসে হিন্দি ভাষা শেখার তালিম নিয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৮ আগস্ট থেকে লাদাখে ‘টিউবলাইট’-এর কাজ শুরু করেছেন তিনি। সেখানে সল্লুর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চু চু। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’র উঁচু স্থানে জনাব সালমান খানের সঙ্গে। ’

আর্ন্তজাতিক অঙ্গনে চু চু পরিচিত মুখ। বেশকিছু ছবি ও টিভি অনুষ্ঠানে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হোয়াট ওমেন ওয়ান্ট’, ‘মার্কো পোলো’ ও ‘সাংহাই কলিং’।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।