কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি ‘শিকারি’। একই সঙ্গে এটি উপভোগ করবেন কানাডার প্রবাসীরাও।
পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ফিল্মসের কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব প্রায় দুই বছর চেষ্টার পর ‘অস্তিত্ব’র মাধ্যমে কানাডার টরন্টোতে বাংলা ছবির বাণিজ্যিক মুক্তির পথ সুগম করেছেন। এরই ধারাবাহিকতায় এবার দেখানো হবে ‘শিকারি’।
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ ইতিমধ্যে দেশের দর্শকের মন জয় করেছে। ব্যবসায়িকভাবেও সাফল্য পেয়েছে এটি। জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জীর পরিচালনায় এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
‘শিকারি’র মাধ্যমে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধে ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে আছেন সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, রাহুল দেব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এসও/জেএইচ