ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চারটি অ্যালবামে সৈয়দ আব্দুল হাদীর ৪৬টি গান সংরক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
চারটি অ্যালবামে সৈয়দ আব্দুল হাদীর ৪৬টি গান সংরক্ষণ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া প্রচলিত ও অপ্রচলিত ৪৬টি গানের চারটি সংকলন প্রকাশিত হলো। সঙ্গে মুক্তি পেলো তার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র।

‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের সংকলিত অ্যালবামের প্রকাশনা ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হলো বুধবার (১০ আগস্ট)। এদিন সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে এই অনুষ্ঠানে এসেছিলেন সংগীতাঙ্গনের অনেকে। গুণী এই শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখে অনুপ্রাণিত হয়েছেন তারা।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এই তরুণ নির্মাতা। প্রামাণ্যচিত্রটি নিয়ে ভালো লাগার কথা জানান সৈয়দ আব্দুল হাদী।  

অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সংগীতাঙ্গনে তারই সতীর্থ, বন্ধু-পরিজন ও গুণগ্রাহীরা। ছিলেন আলম খান, শেখ সাদী খান, চিত্রশিল্পী হাশেম খান, নির্মাতা আমজাদ হোসেন, সাবিনা ইয়াসমিন, আলাউদ্দিন আলী, মোহাম্মদ খুরশীদ আলম, মৌটুসী, রুমানা ইসলাম, কবির বকুল, লিমন, শফিক তুহিন, মুহিন খান, বেলাল খান প্রমুখ।

অ্যালবামের প্রকাশক বাংলা ঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক জানান, সৈয়দ আব্দুল হাদীর গাওয়া গানগুলো সংরক্ষণ করা হয়েছে চারটি পৃথক অ্যালবামে। আর প্রামাণ্যচিত্রটি বিশেষভাবে পাওয়া যাবে তাদের বাংলাফ্লিক্স (banglaflix.com.bd) ভিডিও চ্যানেলে। অডিও সংস্করণ শোনা যাবে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে। সিডি ছাড়াও গানগুলো শোনা যাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ’

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।