সৈয়দ আব্দুল হাদী গান করছেন- এটা একটা দেখার মতো বিষয়। তিনি কথা বলছেন- শুদ্ধ উচ্চারণে গোটা গোটা বাক্যগুলোও সুরেলা হয়ে ওঠে।
বুধবারের (১০ আগস্ট) সন্ধ্যাটিও এদিক দিয়ে ব্যতিক্রম নয়। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গুণী এই মানুষকে ঘিরে বসেছিলো তারার হাট। সঞ্চালক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী ঘুরেফিরে এই দৃশ্যটিই মনে করিয়ে দিচ্ছিলেন যে, তারাদের উপস্থিতির কারণে এটি আসলে অপূর্ব একটি সন্ধ্যা। স্মরণকালে এমন মিলনমেলা ঘটেনি।
‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের ৪৬টি গানের সংকলন ও প্রামাণ্যচিত্র প্রকাশিত হলো এখানে। জনপ্রিয় এই সংগীতশিল্পীর গাওয়া প্রচলিত ও অপ্রচলিত গানগুলো সংরক্ষণ করা হয়েছে চারটি পৃথক অ্যালবামে। এর প্রকাশক বাংলা ঢোল। অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারই সতীর্থ ও গুণগ্রাহীরা। তাদের মধ্যে অধিকাংশই গানের মানুষ।
কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই মঞ্চে ওঠেন হাদী। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। কেন এই আয়োজন সে ব্যাপারে জানাতে ভুললেন না। তিনি বলেন, ‘আমার অবস্থা অনেকটা কন্যাদায়গ্রস্ত পিতার মতো। এই গানগুলো প্রকাশের একটা তাগাদা ছিলো। বাংলা ঢোলের আন্তরিক আগ্রহে শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন হলো। ’
নিজের প্রামাণ্যচিত্র প্রসঙ্গে হাদী বললেন, ‘এটিও বাংলা ঢোলের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ’ এটি তৈরি করেছেন সাদাত হোসাইন। অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তরুণ এই নির্মাতা।
প্রামাণ্যচিত্র ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ ও ৪৬টি গানের সিডির মোড়ক উন্মোচন শেষে বাংলা ঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক জানান, প্রামাণ্যচিত্রটি পাওয়া যাবে বাংলাফ্লিক্স (banglaflix.com.bd) ভিডিও চ্যানেলে। অডিও সংস্করণ শোনা যাবে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে। সিডির পাশাপাশি গানগুলো শোনা যাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ’
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসও/জেএইচ