ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হলিউডের মন্দ মায়েরা ঢাকায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
হলিউডের মন্দ মায়েরা ঢাকায়! ‘ব্যাড মমস’ ছবির পোস্টার

‘ব্যাড মমস’-এর বাংলা অর্থ করলে দাঁড়ায় খারাপ মায়েরা। কেমন কথা! মা আবার খারাপ হন নাকি! বিচলিত হওয়ার কিছু নেই।

ছবির নাম ‘ব্যাড মমস’ হলেও প্রকৃত অর্থে কোনো মাকে খারাপ বলা হচ্ছে না এখানে। মূলত ভদ্র-সুবোধ মা হিসেবে দায়িত্ব পালন করতে করতে অতিষ্ঠ হয়ে যাওয়া কয়েকজন মাকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী।

শুক্রবার (১২ আগস্ট) ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। জন লুকাস ও স্কট মুরের যৌথ পরিচালনায় এতে অভিনয় করেছেন মিলা কুনিস, ক্রিস্টেন বেল, ক্যাথরিন হ্যানসহ আরও অনেকে।

কমেডি ধাঁচের ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলা কুনিসকে। গৃহবধূ এমি মিচেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমি ঘরে বাইরে নিজেকে একজন সফল নারী ভাবেন। ভালো স্বামী পেয়েছেন, ছেলেমেয়েরাও পড়াশোনায় ভালো করছে, সুখের সংসার, কর্মজীবনেও সফল তিনি। তবে পারিবারিক ও কর্মজীবন সামলাতে গিয়ে নানা চাপে তাকে পিষ্ট হতে হয়। সবদিক রক্ষা করা কঠিন হয়ে পড়ে অনেক সময়। অতীষ্ঠ হয়ে একসময় সব ছেড়ে বন্ধনহীন জীবনযাপনে উৎসাহী হয়ে ওঠেন তিনি।

একই সমস্যায় বিপর্যস্ত আরও দুই নারী এসে যুক্ত হন তার সঙ্গে। বন্ধনহীন উদ্দাম জীবনযাপন করতে গিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। এই তিন গৃহবধূর বিচিত্র সব অভিজ্ঞতার পথ ধরেই এগিয়ে যায় ছবির গল্প।

এদিকে অভিনেত্রী মিলা কুনিস বাস্তব জীবনে নিজেই মা হবেন কিছুদিন পর। বছর দুয়েক আগে প্রথম মা হয়েছেন তিনি। তবে তারও অনেক আগেই একবার রটে গিয়েছিল, তিনি মা হয়েছেন। ২০১২ সালে মিলা সম্পর্কে জড়ান ‘দ্যাট সেভেন্টিজ শো’র সহঅভিনেতা অ্যাস্টন কুচারের সঙ্গে।

ততোদিনে মিলা কুনিস তো বটেই, অ্যাস্টন কুচারও রীতিমতো তারকা। স্বাভাবিকভাবেই তাদের নিয়ে গুজব ছড়াতে লাগল দ্রুত। খবর এলো, তাদের বাগদান হয়ে গেছে। কেউ কেউ আগ বাড়িয়ে বললো, তারা বিয়েও সেরে ফেলেছেন। দু’চারজন অতি উৎসাহী ছড়িয়ে দিলো, তাদের সন্তান হয়েছে। তবে সত্যি সত্যি তাদের সন্তান হয় আরও দুই বছর পরে, ২০১৪ সালে। এর পরের বছর তারা বিয়ে করেন। গত মাসে জানা গেছে, তাদের দ্বিতীয় সন্তানও পৃথিবীর মুখ দেখতে যাচ্ছে শিগগিরই।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।