ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবুল সুপ্রিয়র বিয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বাবুল সুপ্রিয়র বিয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

ভারতের জনপ্রিয় গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় বিয়ে করেছেন। বিমানবালা রচনা শর্মার সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েছেন তিনি।

গত ৯ আগস্ট নয়াদিল্লিতে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  

বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন বাবুল ও রচনা। তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান ছিলো জাঁকজমকপূর্ণ। ব্যস্ততা সত্ত্বেও এখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই পরিবারের সঙ্গে আড্ডাও দিয়েছেন তিনি। অন্যদিকে বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে ছিলেন শশী থারুর, এলকে আদভানি, দিগ্বজিয় সিং।  

বাবুল তার অর্ধাঙ্গিনীকে নিয়ে রোমের ভ্যাটিকানে মধুচন্দ্রিমা উদযাপন করতে যাবেন বলে ভারতীয় সাংবাদিকদের জানিয়েছেন।  

কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে জ্যেষ্ঠ বিমানবালা রচনার সঙ্গে বাবুলের পরিচয়। এরপর তারা প্রেমে পড়েন। দুই বছর মন দেওয়া-নেওয়ার পর গত জুনে তাদের বাগদান হয়।  

কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বাবুলের বিয়ে বিচ্ছেদ হয়। ও্ই সংসারে তাদের ১৭ বছর বয়সী কন্যাসন্তান আছে।  

বাবুল এখন গানের চেয়ে রাজনীতিতে বেশি সক্রিয়। ২০১৪ সালে মোদির সরকারে যোগ দেন তিনি। ৪৫ বছর বয়সী এই তারকার হাতে এখন ভারতের নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।