বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘টিউবলাইট’ ছবিতে জুটি বেঁধেছেন চীনা অভিনেত্রী চু চু। কবির খানের পরিচালনায় কাশ্মিরের লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’তে এর চিত্রায়ন চলছে।
১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। তাই চু চু’র মতো একজন চীনা অভিনেত্রীকেই প্রয়োজন ছিলো। দুই মাস আগে মুম্বাইয়ে এসে পাঁচতারকা হোটেলে উঠেছেন তিনি। তাকে হিন্দি শেখানোর জন্য রাখা হয়েছে একজন শিক্ষক।
এই চু চু আসলে কে? কোত্থেকে উঠে এসেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী? সব প্রশ্নের উত্তর চলে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। জেনে নেওয়া যাক সালমানের নতুন নায়িকার অজানা সাত তথ্য।
* ১৯৮৪ সালের ১৯ জুলাই বেইজিংয়ের একটি সামরিক পরিবারে জন্মগ্রহণ করেন চু চু। তার দাদা পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত থেকে কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছেন।
* বেইজিং টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রকৌশলে ডিগ্রি আছে তার।
* স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে এমটিভি চায়না টিভিতে ভিডিও জকি হয়ে ওঠার আগে ডিজাইনিংয়ে মনোনিবেশ করেছিলেন চু চু।
* ভিডিও জকি হিসেবে সাফল্য পাওয়ার পর অভিনয়ে পা বাড়ান চু চু। বেশকিছু আন্তর্জাতিক ছবিতে দেখা গেছে তাকে। এর মধ্যে উলেখযোগ্য ‘হোয়াট ওমেন ওয়ান্ট’, ‘সাংহাই কলিং’, রাসেল ক্রোর সঙ্গে ‘দ্য ম্যান উইথ দ্য আয়রন ফিস্টস’, ‘লাস্ট ফ্লাইট’ প্রভৃতি। এ বছরের শুরুতে নেটফ্লিক্সের ‘মার্কো পোলো’র দ্বিতীয় মৌসুমের কাজ শেষ করেছেন তিনি। এতে তাকে দেখা যাবে নীল রঙা রানী কোকাচিন হিসেবে। ‘দ্য ম্যাট্রিক্স’খ্যাত ওয়াচোস্কি বোনদের যৌথ পরিচালনায় ‘ক্লাউড অ্যাটলাস’ তার আরেকটি বিখ্যাত ছবি।
* সালমানের মতো চু চু ঘোড়া খুব পছন্দ করেন। ঘোড়ায় কীভাবে চড়তে হয় তা ভালোই জানেন তিনি।
* দীপিকার পাড়ুকোনের মতো চু চু’র কাজগুলোর ব্যবস্থাপনা করে সিএএ নামের একটি সংস্থা। ওই একই সংস্থা প্রিয়াঙ্কা চোপড়ার বহির্বিশ্বের প্রাথমিক কাজগুলোর ব্যবস্থাপনা করে।
* ২০১৩ সাল থেকে লাপো এলকান নামের এক ইতালিয়ান উদ্যোক্তার সঙ্গে এক বছরের প্রেম ছিলো চু চু’র। ছেলেটি ফিয়াট অটোমোবাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়ান্নি অ্যাগনেলির নাতি। এখন তিনি একাই চলছেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বিএসকে/জেএইচ