ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

কনক চাঁপার প্রথম মিউজিক ভিডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, আগস্ট ১৩, ২০১৬
কনক চাঁপার প্রথম মিউজিক ভিডিও (বাঁ থেকে) হিমি, কনক চাঁপা ও অনন্যা

৩৫ বছরের সংগীতজীবনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও নিয়ে আসছেন কনক চাঁপা। গল্প ও নৃত্যনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন তার স্বামী সুরকার মঈনুল ইসলাম খান।

‘রাতের জলসাঘর’ শিরোনামের গানটির সুরকারও তিনি।

গত ১০ আগস্ট ঢাকার বেঙ্গল স্টুডিওতে ভিডিওর চিত্রায়ন হয়। গানটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী তিন চরিত্র দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীকে ঘিরে লেখা। এর কথা এমন- ‘রাতের জলসাঘরে, নাচে চন্দ্রমুখী, দেবদাস জানে না সে দুঃখী’। এটি লিখেছেন হুমায়ুন কবির।

ভিডিওর শিল্প নির্দেশনা দিয়েছেন কনক চাঁপা নিজেই। গল্পকে প্রাধান্য দিতে গিয়ে এতে তার উপস্থিতি সামান্যই। তিনি বলেন, ‘গান এখন শুধু শোনার বিষয় নয়, দেখারও। তাই দর্শক চাহিদা ও যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কাজটি করেছি। ’

‘রাতের জলসাঘর’ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বিপ্লব সাহা, হিমি ও অনন্যা। কোরিওগ্রাফি করেছেন মুত্তাকিনুর ওয়াসেক। নির্মাতা জানান, আসছে ঈদুল আজহায় আরটিভিতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
টিএস/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।