ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন দিনের সেলিম আল দীন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
তিন দিনের সেলিম আল দীন উৎসব সেলিম আল দীন

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন আগামী ১৮ আগস্ট। প্রয়াত এই লেখকের জন্মতিথি উদযাপনে যৌথভাবে তিন দিনের ‘সেলিম আল দীন উৎসব’ আয়োজন করেছে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখকের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেল ৪টায় হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সেলিম আল দীন উৎসবে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।  

এদিন সন্ধ্যা ৭টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার। অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে দেওয়া হবে ‘সেলিম আল দীন পদক’। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছেন সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’-এর মঞ্চায়ন। এর নির্দেশক নাসিরউদ্দীন ইউসুফ।

আগামী ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে থাকছে নাটক ‘কারবালার জারি’। মীর মশাররফ হোসেনের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। প্রযোজনা করেছেন জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।  

সেলিম আল দীন উৎসবের শেষ দিন থাকছে ‘সেলিম নাট্যমঞ্জরি’। ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা থিয়েটারের পরিবেশনায় মঞ্চায়ন হবে ‘পুতুল তোমার জন্ম কী রূপ’। এতে অভিনয় করবেন শিমূল ইউসুফ।

আয়োজকরা জানান, সেলিম আল দীনকে ঘিরে এসব আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকলেও নাটক দেখতে হবে দর্শনীর বিনিময়ে।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।