ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাদক সম্রাজ্ঞীর রূপে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
মাদক সম্রাজ্ঞীর রূপে জেনিফার লোপেজ জেনিফার লোপেজ

কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কোর ভূমিকায় অভিনয় করবেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। এইচবিও টেলিভিশনের জন্য নির্মাণাধীন একটি ছবিতে তাকে এভাবে পাওয়া যাবে।

 

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির গল্পে ব্ল্যাঙ্কোর উত্থান-পতন তুলে ধরা হবে।  কোকেন গডমাদার হিসেবে পরিচিত ছিলেন তিনি। সত্তর ও আশির দশকে আমেরিকায় মাদক বাণিজ্যে বিপ্লব ঘটে তার হাত ধরে। এ সময় ২০০ জনকে খুনের নির্দেশ দিয়ে কুখ্যাতি পান তিনি। ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ায় তার নিজের বাড়ি থেকে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) প্রতিনিধিরা গ্রেফতার করে।  

২০০৪ সালে কলম্বিয়ায় বিতাড়িত হওয়ার আগে বিচারে ব্ল্যাঙ্কোর দশ বছরের সাজা হয়। এর আট বছর পর দেশটির মেডেলিন শহরে চলন্ত গাড়ি থেকে ছোঁড়া দুটি গুলি মাথায় লেগে নিহত হন তিনি।  

লোপেজ ছবিটিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। এক বিবৃতিতে ৪৬ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘গ্রিসেল্ডার অসাধু ও জটিল জীবনের প্রতি বহু বছর ধরেই আমার আগ্রহ আছে। অবশেষে তার গল্পকে প্রাণ দেওয়ার ক্ষেত্রে এইচবিওর সঙ্গে জোট বাঁধাকে যুতসই মনে হচ্ছে। ’

এইচবিও’র সঙ্গে লোপেজ ‘শেডস অব ব্লু’ সিরিজেও নির্বাহী প্রযোজনা করছেন। এর দ্বিতীয় মৌসুম চলছে এখন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।