ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মঙ্গলবার ঢাবিতে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
 মঙ্গলবার ঢাবিতে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ লাকী আখান্দ, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফুসফুস ক্যানসারে ভুগছেন বরেণ্য সুরকার, সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ। তিনি এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

 

লাকীর সুচিকিৎসার জন্য এগিয়ে আসছেন ভক্ত ও অনুরাগীরা। আর্থিক সমস্যা কাটিয়ে শিল্পী আবার ফিরবেন সুস্থ জীবনে এমন প্রত্যাশা নিয়ে তহবিল সংগ্রহের জন্য কনসার্ট আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে মঙ্গলবার (১৬ আগস্ট) শুরু হচ্ছে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ শিরোনামে দুই দিনের কনসার্ট। এই আয়োজনে সংগীত পরিবেশন করবে মোট ৩০টি ব্যান্ড।  কনসার্ট শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।

আয়োজকদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল ইমরান জানান, কনসার্টের প্রথম দিন ঢাবির বিভিন্ন ব্যান্ডের পাশাপাশি থাকবে তাহসানের পরিবেশনা। তিনি নিজের ব্যান্ড নিয়ে মঞ্চে উঠবেন সন্ধ্যা সাড়ে ৭টায়।  

জানা গেছে, কনসার্ট উপভোগের জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা না হলেও প্রবেশ পথে কমপক্ষে ৫০ টাকা দিলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। চাইলে এর বেশি অর্থও দেওয়া যাবে।

* লাকী আখান্দের জন্য গাইবেন তাহসান

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।