ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্যার্তদের জন্য জলের গানের কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বন্যার্তদের জন্য জলের গানের কনসার্ট জলের গানের পরিবেশনা, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চার মাস পর মঞ্চে সংগীত পরিবেশন করবে জলের গান। তাদের বিরতি ভাঙছে মহতি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলে ঠিক করেছেন তারা। কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় এই গানের দল।  

বাংলানিউজের সঙ্গে আলাপে বুধবার (১৭ আগস্ট) দলটির অন্যতম সদস্য রাহুল আনন্দ জানান, আগামী ২৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে জলের গানের কনসার্ট। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে গান চলবে গভীর রাত অবধি। কনসার্ট উপভোগের জন্য গুনতে হবে ৫০০ টাকা।  

টিকেটের দাম নিয়ে রাহুল আনন্দ বলেন, ‘সবাই জানেন, আমরা সাধারণত অ্যালবামের মূল্য রাখার বেলায় শুধু খরচের অর্থটি নেই। শো করার বেলায়ও তেমনই। কিন্তু এবার টিকেটের মূল্য একটু বেশি মনে হতে পারে। আসলে বন্যার্তদের সহযোগিতা করার জন্য একটু বেশি রাখা হচ্ছে টিকেটের দাম। তাছাড়া ওই হলটিতে আসন সংখ্যা মাত্র ২৫০টি। ’  

টিকেট প্রাপ্তির স্থান- ফ্যাশন হাউস দেশালের বিভিন্ন আউটলেটে (গুলশান, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, বেইলি রোড, আজিজ সুপার মার্কেট)। ঢাকার বাইরে থেকে টিকেটের জন্য যোগাযোগ করতে হবে ০১৭১২৯৬৯৩০৪ নম্বরে।  

কিছুদিন আগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নেমেছিলো জলের গান। এতে তাদের সঙ্গে যোগ দেয় ভক্তরাও। কুড়িগ্রামের যাত্রাপুরের মশল্লার চর ও রোলাকাটা অঞ্চলের বন্যার্তদের কাছে সেই ত্রাণ পৌঁছেও দিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।