ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলমান অরাজকতা থেকে মুক্তি চাই: সারিকা

তৃণা শর্মা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
চলমান অরাজকতা থেকে মুক্তি চাই: সারিকা সারিকা-ছবি: নুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আলাদিনের জাদুর চেরাগ ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে এসে তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দিয়ে বলে- ‘হুকুম করুন, হুজুর’। তারকারাও যদি সেই চেরাগ পান তাহলে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চাইবেন? বাংলানিউজের নিয়মিত আয়োজন ‘তারকার তিন ইচ্ছে’ বিভাগে তারা জানাচ্ছেন সেকথা।

আজ বলেছেন অভিনেত্রী সারিকা।  

শৈশবের অানন্দ
ছোটবেলায় ভাবতাম কখন বড় হবো, বড়দের মতো একা একা সব কাজ করতে পারবো। কিন্তু এখন মনে হয় যদি আবার শৈশবে ফিরে যেতে পারলে ছোটবেলার অানন্দগুলো আরও উপভোগ করতাম।  

কন্যার জন্মের মুহূর্ত
আমার মেয়ের জন্মের নতুন পরিচয় পেয়েছি। মা হয়েছি। প্রথম সন্তানের জন্মের মুহূর্তটা যে কি আনন্দের তা শুধু মায়েরাই বুঝবেন। তাই আবার সেই আনন্দটা অনুভব করতে ইচ্ছে করে।

অস্থিরতা থেকে মুক্তি
বর্তমানে দেশে যে অস্থির অবস্থা বিরাজ করছে, তা থেকে মুক্তি চাই। বাড়ির বাইরে বের হলেই মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এভাবে করে আসলে বেশিদিন চলতে পারে না।  আমার মনে হয়, আমরা সবাই চাই দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করুক।  

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।