ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিতাভকে নিয়ে ‘আঁখে টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
অমিতাভকে নিয়ে ‘আঁখে টু’

২০০২ সালের ব্যবসাসফল ছবি ‘আঁখে’র নতুন কিস্তি তৈরির ঘোষণা এলো। এতে মুখ্য ভূমিকায় থাকছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

আগেরটিতেও ছিলেন তিনি। ‘আঁখে’র বিপুল অম্রুতলাল শাহ পরিচালনা করলেও এবার এ দায়িত্বে থাকছেন আনিস বাজমি। তিনি জানিয়েছেন, বিগ বি আছেন বলেই ‘আঁখে টু’ বানাতে উৎসাহ পেয়েছেন তিনি।

নতুন পর্বের ঘোষণা অনুষ্ঠানে ‘ওয়েলকাম’ পরিচালক আনিস বাজমি বলেছেন, “ভালো ছবি বানানো কঠিক কাজ। ‘আঁখে টু’ বানানোর পেছনে কারণ হলো জনাব বচ্চন। প্রায় সব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছি। কিন্তু নিজেকে এখনও দুর্ভাগা মনে হয় কারণ অমিতজির সঙ্গে কাজের সুযোগ পাইনি। ”

‘আঁখে টু’র মাধ্যমে ৭৩ বছর বয়সী অমিতাভের সঙ্গে কাজ করার স্বপ্নটা পূর্ণ হতে চলেছে আনিসের। তিনি আরও বলেন, ‘এ ছবি হাতে নিতে উদ্বুদ্ধ করেছে অমিতাভ বচ্চনের উপস্থিতি। তাকে পরিচালনা করা আমার স্বপ্ন। তাই সুযোগটি পেয়ে হাতছাড়া করার কোনো কারণ দেখিনি। ’

যোগ করে আনিস আরও বলেন, ‘আঁখে খুব ভালো ছবি। এতে অসাধারণ কনসেপ্ট আছে। এবার অনেক তারকাকে নিয়ে বড় ক্যানভাসের সিক্যুয়েল বানাতে যাচ্ছি। এতো তারকা নিয়ে খুব কমসংখ্যক পরিচালকই কাজ করতে পেরেছেন। এটি হবে থ্রিলার ধাঁচের। তবে এতে হাস্যরসের উপাদানও থাকবে। ’

আনিস বাজমির সঙ্গে কাজ করবেন বলে অমিতাভও উচ্ছ্বসিত। তার কথায়, ‘ওর সম্পর্কে অনেক শুনেছি। আমার ভাগ্য নিশ্চয়ই ভালো, এজন্য তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। তাই আমি আনন্দিত। ’

চুরি-ডাকাতির গল্প নিয়ে নির্মিত ‘আঁখে’ ছবিতে বিজয় সিং রাজপুত চরিত্রে অভিনয় করেন অমিতাভ। লোকটি পরিশ্রমী কিন্তু বদমেজাজী। চাকরি করেন ব্যাংকে রেগে যাওয়ায় আরেক কর্মীকে মারধর করেন তিনি। এ কারণে বরখাস্ত করা হয় তাকে। প্রতিশোধ নিতে তিন অন্ধ তরুণকে দিয়ে একই ব্যাংকে ডাকাতির সিদ্ধান্ত নেন তিনি। যেন কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে।

প্রথম ছবিটি যেখানে শেষ হয়েছে নতুনটি শুরু হবে সেখান থেকে। এবারও অমিতাভকে দেখা যাবে ১৪ বছর কারাবন্দি থাকা বিজয় সিং রাজপুত চরিত্রে। তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর গল্প এগোবে। ক্যাসিনোর প্রেক্ষাপট থাকবে কাহিনিতে।

আগের ছবির তারকা অর্জুন রামপাল এবারও থাকবেন। এ ছাড়া যোগ দেবেন অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, ইলিয়েনা ডি’ক্রুজ ও দক্ষিণী অভিনেত্রী রেজিনা ক্যাসান্ড্রা। প্রথম ছবির অক্ষয় কুমার ও সুস্মিতা সেন এবার নেই।

শোনা যাচ্ছে, বড় ক্যানভাসের ছবি বলে আগামী বছর দিওয়ালিতে ‘আঁখে টু’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী মাসে শুরু হবে এর চিত্রায়ন। একই দিন প্রেক্ষাগৃহে আসতে পারে রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল ফোর’। এ সিরিজের আগের তিনটি ছবিও দিওয়ালিতে মুক্তি পেয়ে ব্যবসাসফল হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।