ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লুৎফর হাসানের ‘যদি কান্না কান্না লাগে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
লুৎফর হাসানের ‘যদি কান্না কান্না লাগে’

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’- এই একটি গানই সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত করে দিয়েছে লুৎফর হাসানকে। এরপর নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।

এবার আসছেন নতুন সিঙ্গেল নিয়ে।  

‘যদি কান্না কান্না লাগে/খবর দিও আগেভাগে/আমি তোমার কাছে পৌঁছে যাবো/যাবোই যাবো তোমার কাছে/এমন একটা পাখির ডানা আমার কাছে জমা আছে’ কথার গানটির লিখেছেন ও সুর করেছেন লুৎফর নিজেই। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।  

শিগগিরই গানচিল মিউজিক থেকে প্রকাশিতব্য গানটি একযোগে প্রকাশ হবে জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার অ্যাপে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।