ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকা থেকে ফিরে নেপালে মিলা হোসেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আমেরিকা থেকে ফিরে নেপালে মিলা হোসেন মিলা হোসেন

প্রায় দুই বছর পর যুক্তরাষ্ট্র থেকে গত ১৮ আগস্ট ঢাকায় ফিরেছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিলা হোসেন। এর দুই দিন পর আবার উড়োজাহাজে চড়তে হলো তাকে।

এ যাত্রায় তিনি গেছেন নেপালে।  

মাহফুজ আহমেদের পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মিলা। এতে তার সহশিল্পী মাহফুজ ও চিত্রনায়িকা চম্পা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি হচ্ছে এটি।  

ঢাকায় ফিরে আগামী ৩০ ও ৩১ আগস্ট আরবি প্রীতমের পরিচালনায় ‘হলুদ রঙের বায়না’ নামের একটি নাটকের কাজ করবেন মিলা। এতে তার সহশিল্পী থাকছেন তৌকীর আহমেদ। এটি প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে।  

২০০০ সালে ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক-২০০০’ হওয়ার তিন বছর পর বিয়ে করে নিউইয়র্কে স্থায়ী হন মিলা। সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরে দেশে এসে দুটি নাটকে অভিনয় করেন তিনি।

আমেরিকায় সাপ্তাহিক পত্রিকা ‘আজকাল’-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন মিলা। এই পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক তার স্বামী জাকারিয়া মাসুদ জিকো। তিনিও এখন ঢাকায়।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।