ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমির খানের কাছে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আমির খানের কাছে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আমির খান

আমির খানের কাজের ধরন অন্য সবার মতো নয়। এ কারণে সাফল্যও তার পিছু ছাড়েনা।

গুণী এই অভিনেতার কাছে চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে ভাগ্যবান তরুণেরা। নতুন প্রজন্মের মধ্যে চলচ্চিত্রে দক্ষতা তৈরি ও জ্ঞান প্রসারিত করার জন্য আমির নিজেই এই উদ্যোগ নিয়েছেন। প্রতি বছর মাত্র দু’জন তরুণকে প্রশিক্ষণ দেবেন  ৫১ বছর বয়সী আমির।  

বিষয়টি নিশ্চিত করে আমিরের একজন মুখপাত্র বলেন, ‘ইতিমধ্যেই কাজটির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমিরের দলের সদস্যরা এমন শিক্ষার্থীদের খুঁজছেন যারা চলচ্চিত্রে শিল্পের ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে চান। ’

এ ছাড়া ‘পিকে’খ্যাত এই তারকার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘যে দু’জন শিক্ষার্থীকে নেওয়া হবে তারা সবসময় আমিরের সঙ্গে ছায়ার মতো লেগে থাকবেন। তারা মিস্টার পারফেকশনিস্টের দৃশ্যধারণের সময়, সভা, চিত্রনাট্য পড়ার সেশন ও মহড়া প্রতিটি কাজে উপস্থিত থাকবেন। কেননা এটি তাদের সাহায্য করবে চলচ্চিত্রের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করতে ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ শিখতে। ’

চমকপ্রদ ব্যাপার হলো, আমির তার নতুন ছবি ‘দঙ্গল’-এর দু’জন সহশিল্পী ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়ে এর সঙ্গে যুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।