ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাশিয়ায় গ্রাঁ প্রিঁ জিতলো ‘জালালের গল্প’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
রাশিয়ায় গ্রাঁ প্রিঁ জিতলো ‘জালালের গল্প’ গ্রাঁ প্রিঁ পুরস্কার হাতে আবু শাহেদ ইমন

রাশিয়ার বাশকোরতাস্তানের উফা শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিলভার আকবুজাতের সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতলো বাংলাদেশের ছবি ‘জালালের গল্প’। এটাই হয়েছে এ আসরের সেরা চলচ্চিত্র।

শনিবার (২৮ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়।

উৎসবে অংশ নিয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন পরিচালক আবু শাহেদ ইমন। এ সময় তিনি গেয়েছেন বাংলাদেশের জাতীয় সংগীত। পুরস্কার জেতার অনুভূতিতে তিনি বলেছেন, ‘সেরা ছবি বাংলাদেশের, ঘোষণাটি শুনতেই গর্বে বুকটা ভরে গেলো। উফা শহরে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমাদের দেশের একটি ছবিকে কেন্দ্র করে। রাশিয়ার সংবাদপত্রে ফলাও করে প্রকাশিত আমাদের ছবির কথা দেখলাম। আমি সত্যি গর্বিত। ’

পরিচালক যোগ করে আরও বললেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এলে ছবির নাম বা এর নির্মাতা, কলাকুশলী কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান সব ছাপিয়ে দেশের পরিচয়ে এর পরিচয় হয়। একদিন ক্রিকেটের চেয়েও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনের নাম হবে আমাদের সিনেমা! আপন গল্প নিয়েই বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। ’

গত ২৬ অক্টোবর শুরু হওয়া তিন দিনের এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়েছে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৪টি ছবি। এর মধ্যে ছিলো আটটি কাহিনিচিত্র, নয়টি প্রামাণ্যচিত্র ও সাতটি স্বল্পদৈর্ঘ্য ছবি। তবে ‘জালালের গল্প’ই জুরি চেয়ারম্যান ও চলচ্চিত্র সমালোচকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

২০১৪ সালের ৫ অক্টোবরের বুসান উৎসবে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর গত দুই বছর ধরে বিশ্বের ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত, পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে ‘জালালের গল্প’। ৮৮তম অস্কারে বিদেশি ভাষার বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ছবিটি। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শর্মীমালা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।