ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সারারাত বিজ্ঞাপনের কাজে পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, অক্টোবর ৩১, ২০১৬
সারারাত বিজ্ঞাপনের কাজে পূর্ণিমা পূর্ণিমা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন পূর্ণিমা। গত ঈদের পর এটাই তার প্রথম কাজ।

আরএফএল প্লাস্টিক সেলফের প্রচারণার জন্য তৈরি হয়েছে এটি। সম্প্রতি ঢাকার উত্তরায় একটি সুপারশপে এর চিত্রায়ন হয়েছে।

পূর্ণিমা সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে বললেন, ‘সারারাত জেগে এ বিজ্ঞাপনের কাজ করতে হয়েছে। কারণ সুপারশপে দিনের বেলায় ক্রেতাদের ভিড় থাকে। তাই মা হওয়ার পর এবারই প্রথম আরশিয়াকে (কন্যাসন্তান) সারারাত নিজের কাছে রাখতে পারিনি। ’

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সানবীম আশরাফ। এতে পূর্ণিমার সঙ্গে আছেন আইরিন তানি। গল্পে দেখা যাবে তারা প্রতিবেশী। একই সুপারশপে কেনাকাটা করতে এসে আইরিন জানান, জায়গার অভাবে ঘরে জিনিসপত্র ঠিকঠাক রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। পূর্ণিমা তখন সমাধান দিয়ে আরএফএলের প্লাস্টিক সেলফ কিনতে বলেন। শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।