ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শৈশব-কৈশোরে যেমন ছিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
শৈশব-কৈশোরে যেমন ছিলেন ঐশ্বরিয়া

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম বলা হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ১ নভেম্বর ৪৩ বছরে পা রাখলেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনিই।

চলচ্চিত্রে অভিনয় ও বিখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানের দূতিয়ালির পাশাপাশি গৃহিণী হিসেবেও ঐশ্বরিয়া সফল। স্বামী (অভিষেক বচ্চন), কন্যাসন্তান (আরাধ্য, বয়স চার বছর) ও সংসারকে পাকা হাতে সামলে চলছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

মা হওয়ার কারণে বিরতি নেওয়ার পর গত বছর ‘জাজবা' ছবির মাধ্যমে রূপালি পর্দায় প্রত্যাবর্তন করেন অ্যাশ। এ বছর ‘সর্বজিৎ’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। এখন প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে এই তারকার নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। করণ জোহরের পরিচালনায় এতে রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন চমকে দিয়েছে দর্শকদের। ছবিটিতে তার চরিত্রটি একজন কবির।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে ঐশ্বরিয়ার জন্ম। তার বাবা কৃষ্ণরাজ রাই অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী, মা বৃন্দা রাই লেখিকা। অ্যাশের বড় ভাই আদিত্য রাই ব্যবসায়ী।

ঐশ্বরিয়া বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। পড়াশোনা করেন আর্য বিদ্যা মন্দির হাইস্কুলে। এরপর জয় হিন্দ কলেজে পড়েন। এইচএসসি সম্পন্ন করেছেন রুপারেল কলেজ থেকে। কলেজে পড়ার সময় স্থপতি হওয়ার স্বপ্ন ছিলো তার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে বিনোদন দুনিয়ায়। জন্মদিন উপলক্ষে এ প্রতিবেদনের সঙ্গে রইলো তার শৈশব-কৈশোরের কিছু ছবি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।