ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

নভেম্বরে চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের পাঁচটি ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, নভেম্বর ২, ২০১৬
নভেম্বরে চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের পাঁচটি ছবি হুমায়ুন আহমেদ

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন আগামী ১৩ নভেম্বর। এ উপলক্ষে চলতি মাসে তার নির্মিত পাঁচটি চলচ্চিত্র দেখাবে চ্যানেল আই।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে থাকছে ‘চন্দ্রকথা’। অভিনয়ে ফেরদৌস, মেহের আফরোজ শাওন, আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল। আগামী ৫ নভেম্বর দুপুর ১টা ০৫ মিনিটে থাকছে ‘দুই দুয়ারী’। এতে অভিনয় করেছেন রিয়াজ, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, ডা. এজাজ।

আগামী ১০ নভেম্বর বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে ‘৯ নম্বর বিপদ সংকেত’। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, স্বাধীন খসরু। ১২ নভেম্বর দুপুর ১টা ০৫ মিনিটে প্রচার হবে ‘আমার আছে জল’। অভিনয়ে জাহিদ হাসান, ফেরদৌস, মেহের আফরোজ শাওন, বিদ্যা সিনহা সাহা মিম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ।

আগামী ১৯ নভেম্বর দুপুর ১টা ০৫ মিনিটে দেখানো হবে ‘শ্রাবণ মেঘের দিন’। অভিনয়ে জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, মুক্তি, আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।