ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে ‘ডক্টর স্ট্রেঞ্জ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবিতে বেনেডিক্ট কাম্বারব্যাচ

মার্ভেল কমিকসের হাত ধরে হলিউডে যুক্ত হলো নতুন এক সুপারহিরো। চিকিৎসক থেকে ক্ষমতাধর জাদুকর হয়ে যাওয়া এই অতিমানবের নাম ‘ডক্টর স্ট্রেঞ্জ’।

মার্ভেল কমিকস অবলম্বনে সব ছবির প্রতিই দর্শকদের জল্পনা-কল্পনা থাকে। সবার অপেক্ষার অবসান ঘটছে। শুক্রবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

গল্পে দেখা যাবে, বিশ্বের শীর্ষ নিওরোসার্জন স্টিফেন স্ট্রেঞ্জ মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তার ক্যারিয়ার পড়ে হুমকির মুখে। তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলেন এক জাদুকর, যাকে ডাকা হয় ‘দ্য এইনশেন্ট ওয়ান’ নামে। তার কাছেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা আয়ত্ব করেন স্ট্রেঞ্জ। জাদু ও পৌরাণিক জগতের অপরিমেয় ক্ষমতার সন্ধান পান তিনি। এদিকে পৃথিবীকে হুমকির মুখে ঠেলে দিতে উত্থান ঘটে নতুন এক অশুভ সত্ত্বার।

‘ডক্টর স্ট্রেঞ্জ’ চরিত্রে অভিনয় করেছেন ‘শার্লক হোমস’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ। এবারই প্রথম সুপারহিরোর পোশাক গায়ে জড়ালেন তিনি। এইনশেন্ট ওয়ান-এর চরিত্রে টেকো রূপে দেখা যাবে ‘দ্য ক্রনিকলস অব নারনিয়া’খ্যাত টিলডা সুইনটনকে। ‘হ্যানিবল’ তারকা ম্যাডস মিকেলসেন এবারই প্রথম অভিনয় করেছেন বড় বাজেটের কোনো সুপারহিরো ছবিতে। এ ছাড়াও আছেন র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, শিউইটেল এজিয়োফোর, বেঞ্জামিন ব্রাট, বেনেডিক্ট ওঙ, মাইকেল স্টালবার্গ, স্কট অ্যাডকিন্স।

ত্রিমাত্রিক প্রযুক্তিতে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ পরিচালনা করেছেন স্কট ডেরিকসন। আর মার্ভেল স্টুডিওর অন্যান্য ছবির মতো এটিও প্রযোজনা করেছেন কেভিন ফিজ। ১ ঘণ্টা ৫৫ মিনিট ব্যাপ্তির ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর পরিবেশনার দায়িত্বে আছে ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স।

* ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।