ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু মেলা

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর।

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। দিনটি হিমু দিবস হিসেবে উদযাপন করা হয়।

তাই প্রতি বছরের মতো ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই চেতনা চত্বরে পালিত হবে হিমু মেলা।
 
এ আয়োজনে থাকবে গান, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, স্মৃতিচারণ ও নাটক পরিবেশনা। রোববার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই।
এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) সকালে চ্যানেল আই ছাদবারান্দায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন মেলা উদযাপন কমিটির সভাপতি অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও চ্যানেল আইয়ের কর্তাব্যক্তিরা।  
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।