ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

আবার উপস্থাপনায় এস আই টুটুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, নভেম্বর ১৪, ২০১৬
আবার উপস্থাপনায় এস আই টুটুল এস আই টুটুল

গানের মানুষ এস আই টুটুল বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এগুলোর প্রায় সবই সংগীত বিষয়ক। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড’।

গানের মানুষ এস আই টুটুল বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এগুলোর প্রায় সবই সংগীত বিষয়ক।

এ তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড’।

অনুষ্ঠানটি এতোদিন উপস্থাপনা করেছেন অন্য একজন সংগীতশিল্পী। এটি নতুন আঙ্গিকে আসছে টুটুলের উপস্থাপনায়। দেশীয় ব্যান্ডসংগীতের নতুন ও সম্ভাবনাময় দলগুলোকে তুলে আনাই অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য। এতে প্রতি পর্বে একটি সম্ভাবনাময় ব্যান্ডের চারটি গান প্রচার করা হয়।

উপস্থাপক টুটুলের সঙ্গে গানের ফাঁকে কথোপকথনের মধ্য দিয়ে ব্যান্ডের পরিচিতি, কোন ঘরানার গান করে, গায়ক এবং ব্যান্ড সদস্যদের পরিচিতি, আগামী অ্যালবাম ইত্যাদি বিষয় তুলে ধরা হবে। বৈশাখী টেলিভিশনে প্রতি বুধবার রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় লিটু সোলায়মান।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।