ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আব্দুর রহমান বয়াতির জন্মদিনে কাঙ্গালিনীর উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আব্দুর রহমান বয়াতির জন্মদিনে কাঙ্গালিনীর উপহার কাঙ্গালিনী সুফিয়া ও আব্দুর রহমান বয়াতি

প্রয়াত বাউলশিল্পী আব্দুর রহমান বয়াতির ৮০তম জন্মদিন ২১ নভেম্বর। এ উপলক্ষে বয়াতি ভক্তদের জন্য উপহারস্বরূপ একটি গান গেয়েছেন আরেক বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

প্রয়াত বাউলশিল্পী আব্দুর রহমান বয়াতির ৮০তম জন্মদিন ২১ নভেম্বর। এ উপলক্ষে বয়াতি ভক্তদের জন্য উপহারস্বরূপ একটি গান গেয়েছেন আরেক বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

প্রয়াত আব্দুর রহমান বয়াতির লেখা অপ্রকাশিত গানটির শিরোনাম ‘ভুলি ভুলি মনে করি’। এটি সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজনে মুশফিক লিটু। সিএমভির ব্যানারে গানটি সোমবার প্রথম প্রহরে প্রকাশ হচ্ছে জিপি মিউজিক, রবি ইয়োন্ডার অ্যাপে।

বয়াতির গান কণ্ঠে নেওয়া প্রসঙ্গে কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘উনি (বয়াতি) খবরটা পাইলে খুশি হইতেন। গানটা খুবই ভালো হইছে। ’

জানা গেছে, আব্দুর রহমান বয়াতির জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানেও গানটি প্রকাশ করা হবে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ আয়োজনের উদ্বোধক বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে গান গাইবেন ঢাকা ব্যান্ডের মাকসুদ, মমতাজসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।