ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাকী আখন্দর গানকে ঘিরে আনন্দ-বেদনার কাব্য (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
লাকী আখন্দর গানকে ঘিরে আনন্দ-বেদনার কাব্য (ভিডিও) ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গানে গানে সংস্কৃতি ভুবনের সকল শাখার শিল্পী ও বিশিষ্টজনদের আবেগপ্রবণ করে তুললেন প্রখ্যাত সুরস্রষ্টা ও সংগীতশিল্পী লাকী আখন্দ। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে হোটেল ওয়েস্টিনে শিল্পীর পাশে ফাউন্ডেশনের উদ্বোধনী আয়োজন তার সুরের মূর্ছনায় হয়ে থাকলো আনন্দ-বেদনার কাব্য।

গানে গানে সংস্কৃতি ভুবনের সকল শাখার শিল্পী ও বিশিষ্টজনদের আবেগপ্রবণ করে তুললেন প্রখ্যাত সুরস্রষ্টা ও সংগীতশিল্পী লাকী আখন্দ। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে হোটেল ওয়েস্টিনে শিল্পীর পাশে ফাউন্ডেশনের উদ্বোধনী আয়োজন তার সুরের মূর্ছনায় হয়ে থাকলো আনন্দ-বেদনার কাব্য।

ক্যানসারে আক্রান্ত লাকী আখন্দর কণ্ঠে আবার গান শুনে অন্য শিল্পীদের অনেকেই গলা মিলিয়েছেন তার সঙ্গে। কেউ আসনে বসেই, কেউবা মঞ্চে উঠে। তারা হয়তো তখন ভাবছিলেন, এই মানুষটিকেই একদিন চলে যেতে হবে!

আসলে সবাইকেই চলে যেতে হয়। কিন্তু কিছু মানুষের প্রস্থান কখনও মেনে নেওয়া যায় না। তাই লাকীর পাশে অনেকেই দাঁড়িয়েছেন। এবার তার চিকিৎসা সহায়তায় ৪০ লাখ টাকার চেক দিলো শিল্পীর পাশে ফাউন্ডেশন। এর মুখ্য উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

অনুষ্ঠানে লাকীর হাতে চেক তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। চেয়ারে বসা অবস্থায় তাকে পা ছুঁয়ে আশীর্বাদ নেন লাকী। এরপর গান গাওয়ার ফাঁকে সবার কাছ থেকে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আরও ৩০-৪০ বছর বেঁচে গান শোনাতে চাই। ’

* লাকী আখন্দের সঙ্গে শিল্পীদের সম্মিলিত পরিবেশনা ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’:

* লাকী আখন্দের সঙ্গে শিল্পীদের সম্মিলিত পরিবেশনা ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’:

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।