ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

জাতিসংঘ সদর দফতরে আমন্ত্রিত অমিতাভের ‘পিঙ্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, নভেম্বর ২৬, ২০১৬
জাতিসংঘ সদর দফতরে আমন্ত্রিত অমিতাভের ‘পিঙ্ক’ দৃশ্য: ‘পিঙ্ক’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বিশেষ প্রদর্শনীর জন্য  অ্যাসিসট্যান্ট সেক্রেটারি-জেনারেলের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছে ‘পিঙ্ক’। খবরটি দিয়ে বিগ বি লিখেছেন, ‘আমরা সম্মানিত।’

অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ মুক্তির পর সমালোচক ও দর্শক উভয় মহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এর বিষয়বস্তু ভারতের সমকালীন প্রেক্ষাপটে অনেক প্রাসঙ্গিক।

নারীদের হেনস্থার পর উল্টো তাদেরকেই দোষী সাব্যস্ত করার বিষয়টি সামনে এনেছে ছবিটি। ‘পিঙ্ক’ হয়ে উঠেছে জিরো এফআইআর আইন প্রচারণার একটি প্ল্যাটফর্ম।

এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বিশেষ প্রদর্শনীর জন্য  অ্যাসিসট্যান্ট সেক্রেটারি-জেনারেলের তরফ থেকে আমন্ত্রণ পেয়েছে ‘পিঙ্ক’। খবরটি দিয়ে বিগ বি লিখেছেন, ‘আমরা সম্মানিত। ’

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ও সুজিত সরকার প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন আন্ড্রিয়া ট্যারিয়াং, কীর্তি কুলহারি, অঙ্গদ বেদি ও পীযূষ মিশ্র।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।