এ আয়োজনের বিশেষ অতিথি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ ও বিটিভির পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ।
থাকছে শওকত ওসমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও আলোচনা, তাকে নিবেদিত কবিতা পাঠ ও নাটক মঞ্চায়ন। তার গল্প অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চায়ন হবে নাটক ‘বাধ’। নাট্যরূপ ও নির্দেশনায় মোহাম্মদ বারী।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেএইচ