ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার শিল্পীর এক গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
চার শিল্পীর এক গান (বাঁ থেকে) ফজলুর রহমান বাবু, দিনাত জাহান মুন্নী, সাব্বির ও জয়িতা 

অভিনেতা ফজলুর রহমান বাবু কালেভদ্রে গান করেন। দ্বৈত গানেও পেয়েছেন প্রশংসা। এবার বাবুর কণ্ঠ পাওয়া যাবে আরও তিন পেশাদার শিল্পীর সঙ্গে। তারা হলেন- দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান ও জয়িতা।

‘চর জেগেছে’ শিরোনামের এই গানটি তৈরি করেছেন ইমন সাহা। লিখেছেন শাহ আলম সরকার।

অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এ থাকছে এটি। নদীর বুকে চর জেগে উঠার উৎসবকে ঘিরে ছবিতে বাজবে চার শিল্পীর গাওয়া এই গান।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সাব্বির বলেন, ‘অসাধারণ একটি গান। যৌথ কণ্ঠের গান হলেও প্রথমবারের মতো আমি ইমন দাদার সুরে গেয়েছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ’

নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর'। এর দৃশ্যধারণ শুরু হয়েছে ডিসেম্বরে। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ছবিটি। প্রধান তিন চরিত্রই নতুন মুখ। বিশেষ চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা। অন্য শিল্পীরা হলেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, শাহাদৎ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসও  
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।