ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আইটেম নাম্বারে মিমের ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, জানুয়ারি ১৩, ২০১৭
আইটেম নাম্বারে মিমের ঝলক বিদ্যা সিনহা সাহা মিম, ছবি- সংগৃহীত

‘চোখে আমার দেখো নেশার বাদল/ অঙ্গে আমার বাজে রূপের মাদল-’ এমন কথার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। মুক্তি প্রতীক্ষিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবির আইটেম নাম্বার এটি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে গানটি। 

জাহিদ আকবরের কথায় ‘চুমুকে চুমুকে করো পান’ শিরোনামের গানটির সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। আর এটি কণ্ঠে তুলেছেন কনা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী মিমকে এর আগে আইটেম নাম্বারে দেখা যায়নি।  

তানিয়া আহমেদ পরিচালিত ছবিটির নায়িকা চরিত্রে থাকছেন মিম। এতে তার নায়ক ইরফান সাজ্জাদ। আরও আছেন মীর সাব্বির, মিশু সাব্বির প্রমুখ।  

ছবিটির সিংহভাগ শুটিং হয়েছে ইংল্যান্ডে। প্রথমে এর নাম ‘গুডমর্নিং লন্ডন’ রাখা হয়েছিলো। পরে নাম বদল করে রাখা হয় ‘ভালোবাসা এমনই হয়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২৭ জানুয়ারি। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।   

* ‘চুমুকে চুমুকে করো পান’:

 বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।