ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রেমের গান ‘রেশমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, জানুয়ারি ১৩, ২০১৭
প্রেমের গান ‘রেশমি’ ‘রেশমি’ গানের ভিডিওতে মিতি ও অনিক সাহান

‘সোহাগা রেশমি চিকন শাড়ি/পর যে কেমনে দেখিনি/আলতা না ছোঁয়াইছো পায়/মেহেদী না লইলা হাতে/সিঁদুর না লইলা কপালখানে/ ও রেশমি…’ এমন কথায় রোমান্টিক গান গেয়েছেন তরুণ প্রজন্মের গায়ক অনিক সাহান। সম্প্রতি এর ভিডিওচিত্র প্রকাশ হয়েছে সংগীতার ইউটিউব চ্যানেলে। 

গান গাওয়ার পাশাপাশি অনিক গান লেখা, সুর করা ও সংগীত পরিচালনা করেন। ‘রেশমি’ গানটি তারই ধারাবাহিকতা।

সৌমিত্র সরকার ইমনের তৈরি করা ভিডিওতে মিতির সঙ্গে মডেল হয়েছেন অনিক নিজে।  

এর আগে 'জনম জনম তোমাকে' গান গেয়ে পরিচিতি পান অনিক সাহান। এতে তার সহশিল্পী ছিলেন সাবা। অনিকের বিশ্বাস, ‘রেশমি’ গানটি সবার মন জয় করবে।  

* অনিক সাহানের গান ‘রেশমি’: 

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।