ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জানুয়ারি ১৬, ২০১৭
আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার মুস্তাফা মনোয়ার ও ফোরদৌসী মজুমদার (ছবি: সংগৃহীত)

গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার ও বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নিজের কাজ দিয়ে তারা জায়গা করে নিয়েছেন মানুষের মনে। এই দুই কিংবদন্তিতে এবার আজীবন সম্মাননা জানানো হবে।

আগামী ১৯ জানুয়ারী বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের।

 

প্রতি বছর এসএ টিভি দেশের শিল্প সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে একজন করে গুনী মানুষকে তার জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পুরুস্কার প্রদান করে থাকে। এবার এই পুরস্কার প্রদান করা হবে মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদারকে।   

এদিন দুপুর ১২টায় গুলশানে এস এ টিভির মূল ভবনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন এস এ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।