জানা যায়, সৈয়দ হকের তিনটি সৃষ্টিকর্মের সংশ্লেষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে নতুন এই পরিবেশনা। ১৮-২০ জানুয়ারি পর্যন্ত ৩দিনব্যাপী নাটমণ্ডল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করবে বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।
নির্দেশক জানান, নাটকটির আখ্যান সংযোজনায় আছেন শাহমান মৈশান, অভিনয়ে ড.ইসরাফিল শাহীন ও সাইদুর রহমান লিপন, মঞ্চ-আলোক ও দ্রব্যসম্ভার পরিকল্পনায় আশিক রহমান লিয়ন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও