ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সৈয়দ হকের ‘চম্পাবতী’ মঞ্চে আনছে প্রাচ্যনাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৩, জানুয়ারি ১৮, ২০১৭
সৈয়দ হকের ‘চম্পাবতী’ মঞ্চে আনছে প্রাচ্যনাট সৈয়দ শামসুল হক

পল্লীকবি জসীম উদ্দিনের অমর সৃষ্টি ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লিখেছিলেন নাটক ‘চম্পাবতী’।  এবার এটি মঞ্চে আনছে নাটকের দল প্রাচ্যনাট। 
এটি নির্দেশনা দিয়েছেন রন্তিক বিপু।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩১তম ব্যাচের সনদপত্র বিতরণ ও সমাপনী প্রযোজনা মঞ্চায়ন অনুষ্ঠান। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক।

সনদপত্র বিতরণ শেষে ৩১তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চস্ত করবে ‘চম্পাবতী’।  

নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন নোভাইরা রহমান,তৃপ্তি রানী মন্ডল, মো. সাইফুল ইসলাম মন্ডল, আলী উম্মুল ফারিয়া,মেহেদী হাসান রাজু, রিফাত খান অনিক,অনন্যা গোস্বামী, আফরোজা ইয়াসমীন, নাফিসা ফেরদৌস, মৌসুমি আক্তার, জোহরা ফেরদৌস, শাহানা আক্তার, অমিতাভ রায়, রাজীব চন্দ্র, অরুপ ভৌমিক, রফিকুল ইসলাম, মো. সৈকত আহমেদ, শফি কালাম,নাইমুল আলম, আবু সালেহ অর্ণ্, শেখ সজিব ইসলাম, সজীব চন্দ্র সরকার, রিসাত, ইমরান হোসেন, প্রসেনজিৎ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।