ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমায়ুন স্যারের গল্পে অভিনয় সম্মানের: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
হুমায়ুন স্যারের গল্পে অভিনয় সম্মানের: মিশা সওদাগর মিশা সওদাগর (ছবি: সংগৃহীত)

বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মিশা সওদাগর। মন্দ মানুষের চরিত্রে এই মুহূর্তে তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। যদিও মসলাদার বিনোদনমূলক ছবির প্রচলিত ধারার বাইরে খুব একটা দেখা যায়নি তাকে। তবে চ্যালেঞ্জিং অনেক চরিত্রে সুনাম কুড়িয়েছেন তিনি।  

প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ উপন্যাসকে রূপালি পর্দায় নিয়ে আসছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিশা সওদাগর।

কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মিশা সওদাগর বাংলানিউজকে বলেন, ‘হুমায়ুন স্যারের গল্পের ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। মনে হচ্ছে, এই অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করবে। স্যারের পাশে থেকে কাজ শিখেছেন শাওন। তার কাছে সুন্দর পরিচালনা পাবো বলেই বিশ্বাস করি। । ’

‘নক্ষত্রের রাত’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে তার সঙ্গে থাকছেন ‘হিরো’ প্রতিযোগিতার বিজয়ী বাঁধন। গত বছর একটি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এ ঘোষণা দেওয়া হয়।  

এ নিয়ে দ্বিতীয়বার হুমায়ুন আহমেদের গল্পের ছবিতে অভিনয় করছেন মাহি। গত বছর শাওনেরই পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’তে তার অভিনয় সবার নজর কাড়ে। ‘নক্ষত্রের রাত’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।