ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

৯ চলচ্চিত্র নিয়ে ‘শান্তির স্বপক্ষে আমরা’  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, জানুয়ারি ২৪, ২০১৭
৯ চলচ্চিত্র নিয়ে ‘শান্তির স্বপক্ষে আমরা’  

বিশ্ববিদ্যালয় পড়ুয়া নবীন নির্মাতাদের বানানো ৯টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হলো উৎসব। ‘শান্তির স্বপক্ষে আমরা’ স্লোগানে মঙ্গলবার (২৪ জানুয়ারি) এই আয়োজন দেখানো হয় স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো।

রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়াসে উৎসব শুরু হয় সকাল ১১টায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে উৎসবের প্রথম পর্যায়ে ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে। সেখানে দেখানো হবে বাকি ৩টি ছবি।

শান্তি, সৌহার্য্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন পরিচালকরা ছবিগুলো তৈরি করেছেন।  

প্রথম পর্যায়ের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মিলান প্যাগন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো’র প্রতিনিধি দল  উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।