ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পদ্মশ্রী পেলেন অনুরাধা পাড়োয়াল ও কৈলাশ খের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
পদ্মশ্রী পেলেন অনুরাধা পাড়োয়াল ও কৈলাশ খের অনুরাধা পাড়োয়াল ও কৈলাশ খের (ছবি: সংগৃহীত)

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়াল ও কৈলাশ খের। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন বুধবার (২৫ জানুয়ারি) এ দু’জনসহ ১৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে খেতাবটি দেওয়ার ঘোষণা এসেছে।

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন বর্ষীয়ান শাস্ত্রীয়সংগীত শিল্পী কে. জে. ইয়েসুদাস। গ্র্যামী পুরস্কার জয়ী হিন্দুস্তানি শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী বিশ্বমোহন ভাটকে দেওয়া হয়েছে পদ্মভূষণ।

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তাদের হাতে সম্মাননা তুলে দেবেন।

পদ্মশ্রী পেয়ে আপ্লুত ফোক ও সুফি ধাঁচের শিল্পী কৈলাস খের বলেছেন, ‘আমি অভিভূত ও কৃতজ্ঞ। মা ও পিতাজিকে মনে পড়ছে। তারা নিশ্চয়ই গর্বিত হতেন। আমি নিশ্চিত তারা ওপর থেকে হাসছেন। এই সম্মান প্রাপ্তির মধ্য দিয়ে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেক ভালোবাসা উদ্ভাসিত হলো। ’

এদিকে নব্বই দশকে অনুরাধা পাড়োয়ালের গাওয়া অনেক গান জনপ্রিয় হয়েছে। এ তালিকায় রয়েছে ‘নজর কে সামনে’ (আশিকি), ‘মুঝে নিন্দ না আয়ে’ (দিল), ‘দিল হ্যায় কি মানতা নাহি’ (দিল হ্যায় কি মানতা নাহি), ‘বহুত পেয়ার কারতে হ্যায়’ (সাজন), ‘ধাক ধাক কারনে লাগা’ (বেটা) প্রভৃতি।

অনুরাধা পাড়োয়াল ভজন শিল্পী হিসেবেও জনপ্রিয়। তার কথায়, ‘পরিশ্রম করার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি জানানো হলে ভালো লাগে। ভক্তদেরকে ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।