ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

তারার মেলায় এক সন্ধ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, জানুয়ারি ২৮, ২০১৭
তারার মেলায় এক সন্ধ্যা বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মিমের পরিবেশনা, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জমকালো আনন্দ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ উপলক্ষে বসেছিলো তারার মেলা।

আরটিভি এবার ভাষা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরির নাটক, টেলিফিল্ম ছাড়াও সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে দেয়। গুণী শিল্পী ও কলাকুশলীদের কাজের মূল্যায়ন করে, ভালো কাজে উৎসাহ দিতেই চ্যানেলটির এ আয়োজন।

এবারের আসর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।  

বক্তব্য রাখছেন রামেন্দু মজুমদার, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅনুষ্ঠানে সবার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন আরটিভি ও বেঙ্গলগ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের শিল্পীরা নিজেদের অবস্থান বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাবেন— এমন বিশ্বাসের কথা জানালো আরটিভি কর্তৃপক্ষ।  

গান শোনাচ্ছেন সাবিনা ইয়াসমিন, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএরপর শুরু হয় সম্মাননা পর্ব। এ বছর সাংস্কৃতিক অঙ্গণে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননা দেওয়া হয় নাট্যজন রামেন্দু মজুমদারকে।  

পরে একে একে মনোনীত সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়, সংগীত ও নৃত্য বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা দেওয়া হয় শিল্পী-কলাকুশলীদের।  

মৌ-এর নাচ, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমপুরস্কার প্রদানের দেয়ার ফাঁকে ফাঁকে চলে বরেণ্য শিল্পীদের গান আর জমকালো নাচের উপস্থাপনা। এসব পরিবেশনা অংশ নেনে সাবিনা ইয়াসমিন, মৌ, পূর্ণিমা, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সজল, মম, নাঈম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।