ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এবার পাইরেসির শিকার ‘কাবিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জানুয়ারি ২৮, ২০১৭
এবার পাইরেসির শিকার ‘কাবিল’ ‘কাবিল’ ছবির ‍দৃশ্যে হৃতিক রোশন

চলচ্চিত্রশিল্পের মানুষদের জন্য অভিশাপ ‘অনলাইন পাইরেসি’ । এবার অনলাইন পাইরেসির কবলে পড়লো হৃতিক রোশনের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কাবিল’ ছবিটি।  ২৫ জানুয়ারি মুক্তির আলোয় আসে এটি। 

একটি নয়, একাধিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পুরো ছবিটি। বলিউডে এমন ঘটনা নতুন নয়।

‘কাবিল’-এর আগে ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’ও অনলাইন পাইরেসির শিকার হয়।  

এ প্রসঙ্গে ‘কাবিল’-এর প্রযোজক রাকেশ রোশন জানান, এই অনৈতিক প্র্যাকটিস চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। এটা কিছুতেই থামানো যাচ্ছে না।

জানা যায়, একের পর এক ছবি পাইরেসি হচ্ছে দুবাই থেকে। ভারতীয় সেন্সরবোর্ড এ ব্যাপারে কিছুই করতে পারছে না বলেও অভিযোগ উঠেছে।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।